ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
আন্দোলনে সাড়া না দেয়ায় কারখানায় বহিরাগতদের হামলা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 23 January, 2025, 2:13 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 January, 2025, 2:14 PM

আন্দোলনে সাড়া না দেয়ায় কারখানায় বহিরাগতদের হামলা

আন্দোলনে সাড়া না দেয়ায় কারখানায় বহিরাগতদের হামলা

আন্দোলনে যোগ না দেয়ায় বিহিরাগতরা কারখানার ভাঙচুর করেছে গাজীপুরে। বুধবার (২২জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গারচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় ঘটে এ ঘটনা। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয় বলে জানা গেছে।

ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনীর সদস্য-সহ আইনশৃঙ্খলা রক্ষা-বাহিনীর পর্যাপ্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। হামলায় দুজন শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। এছারা ঘটনার খবরে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষনারও খবর পাওয়া গেছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিক সূত্র জানান, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

ওই সময় তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা কামরাঙ্গিরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানা-সহ আশপাশের কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বহিরাগত শ্রমিকেরা চলে যান।

ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালান। তাঁরা প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে কারখানার গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র, যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

হামলায় দুজন শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলেও সূত্রে জানা গেছে।

কারখানার নিরাপত্তাকর্মী সুপারভাইজার মোহাম্মদ কামাল প্রতিবেদককে বলেন, "গতকাল বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়েছিল। এর জেরে আজ এটিএস কারখানা-সহ অন্য বহিরাগত শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা চালিয়েছেন। প্রতিহত করতে গেলে আমাদের ওপরও হামলা হয়। পরে তাঁরা গেট ভেঙে ভেতরে ঢোকেন। কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে চলে যান।"

খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে জানান, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এর সঙ্গে আরও নানা ধরনের কারণও থাকতে পারে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন মঙ্গলবার শ্রমিকেরা আন্দোলন করেন। ওই শ্রমিকদের সঙ্গে ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকেরা যোগ দেননি। এ কারণে বহিরাগত শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status