ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসীদের হামলায় সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 January, 2025, 2:16 PM
ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসীদের হামলায় সংবাদ সম্মেলন
পিরোজপুরের৷ ভান্ডারিয়া উপজেলা ২ নং-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সাবেক জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহবায়ক মেজবা উদ্দীন আরিফ এর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার দুপুরে ভান্ডারিয়া থেকে বাড়ী ফেরা পথে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে এ হামলা চালানো হয়।
ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফ জোমাদ্দার গতকাল বুধবার সন্ধ্যায় নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলনে জানান, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে অফিসিয়াল কাজ সেরে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে পৌঁছলে মো. আবু হানিফ খলিফাসহ ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতি রোধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশে হামলা চালায় এবং উপর্যুপরি আঘাত করে এ সময় আমার সঙ্গে থাকা ৩লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় সন্ত্রাসীদের কার্যলাপে প্রতিবাদ করলে আমার সঙ্গে থাকা সাইমুন হোসেন ও জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ ঘটনা ৩ মাস পূর্বে অজ্ঞাত নামা এক যুবক ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।
তিনি এ ঘটনায় ১২ জনকে নামীয় এবং ২০-২৫ জন অজ্ঞাত নামা আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার এজাহার ভুক্ত আসামী রানা কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, মো. আবু হানিফ খলিফা ও নজরুল ইসলামকে আমি চিনি বাকীদের আমি দেখলে চিনব। আমার সঙ্গে থাকা ব্যক্তিরা সবাইকে চিনে তাদের কাছ থেকে আমি নাম সংগ্রহ করেছি।
ভাÐারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার জানান,এ ঘটনায় ভান্ডারিয়া একটি মামলা দায়ের করা হয়েছে। এবং রানা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।