মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বাদ পড়েনি বাংলাদেশ পরিস্থিতিও: এস জয়শঙ্কর
নতুন সময় ডেস্ক
|
![]() মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বাদ পড়েনি বাংলাদেশ পরিস্থিতিও: এস জয়শঙ্কর বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে জয়শঙ্করের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। নানা বিষয়ে বক্তব্য দেয়ার সময় জয়শঙ্কর জানান, মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বাদ পড়েনি বাংলাদেশ পরিস্থিতিও। সংবাদ সম্মেলনের ভিডিও নিজের ভেরিফাইড সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। যা ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রনধির জয়সোয়ালও পোস্ট করেছেন। জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ টানলেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |