ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
বেক্সিমকোর বন্ধ কারখানা খোলার দাবিতে সড়ক অবরোধ করে যানবাহনে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 January, 2025, 7:47 PM

বেক্সিমকোর বন্ধ কারখানা খোলার দাবিতে সড়ক অবরোধ করে যানবাহনে আগুন

বেক্সিমকোর বন্ধ কারখানা খোলার দাবিতে সড়ক অবরোধ করে যানবাহনে আগুন

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকোর কর্মচারী ও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

বুধবার (২০ মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে তারা এ বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিক্ষোভের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়কে অবরোধ অব্যাহত ছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক রাজিব হোসেন জানান, আন্দোলনকারীরা সড়কে অবরোধ সৃষ্টি করে আশপাশের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালান। 'পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।'

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বন্ধ কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা, এলসি খোলা এবং বকেয়া পরিশোধ করা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানায় প্রায় ৪২ হাজার শ্রমিক কর্মরত ছিলেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন নিয়মিত দেওয়া হচ্ছিল না।

বেতনের দাবিতে এরপর শ্রমিকেরা বারবার আন্দোলন করছিলেন। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ঋণ সহায়তা প্রদান করে।

তবে, ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শ্রমিকেরা কয়েকদিন ধরে কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন।

বুধবার বিকালে তারা চন্দ্রা-নবীনগর মহাসড়কে লাকড়ি ও আবর্জনায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে দীর্ঘ যানজট তৈরি হয় এবং যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।

ঘটনাস্থলে পুলিশ, শিল্প পুলিশ ও সেনা সদস্যরা এসে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা তাদের অনুরোধে রাজি হননি। এক পর্যায়ে উত্তেজিত কিছু শ্রমিক যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়কের পাশের দোকানে হামলা করেন।

এ সময় ছবি তুলতে গিয়ে গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হন। হামলায় দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশন টিভির চিত্রগ্রাহক আমির হোসেন রিয়েল ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিবেদক আবু সাঈদ আহত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status