ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি
জালিস মাহমুদ
|
![]() ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি গত রোববার (১২ জানুয়ারি) রাতে প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার সময়, তানভীরের প্যান্টের পকেটে থাকা মোবাইলটি হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরফ্যাশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওই যুবক। ![]() ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি এ ঘটনায় আহত তানভীরের বড় ভাই মোহাম্মদ ইউসুফ বলেন, পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ হয়ে আজকে আমার ভাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তার পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এটা কি স্মার্টফোন নাকি টাইম বোমা? আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। তানভীরের বন্ধু তারেক গণমাধ্যমকে বলেন, মোবাইল বিস্ফোরণের ঘটনা আগে বাহিরের দেশে শোনা যেত। এখন আমাদের দেশেই ঘটলো। এখন তো মোবাইল পকেটে রাখতেও ভয় লাগছে। একটা অজানা আতঙ্ক ঘিরে রাখছে। ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণের বিষয়ে কোম্পানিটির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি গণমাধ্যমকে বলেন, মোবাইল বিস্ফোরণের ঘটনাটি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। কেনো এমনটা হলো, সেটা আমি খোঁজ নিয়ে জানাতে পারব।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |