ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি
জালিস মাহমুদ
প্রকাশ: Thursday, 16 January, 2025, 2:09 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 January, 2025, 3:15 PM

ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি

ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি

মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা এবার ভোলার এক যুবকের জীবনে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এসেছে। ইনফিনিক্স ব্র্যান্ডের Note 50 Pro স্মার্টফোনটি পকেটে থাকা অবস্থায় বিস্ফোরণ ঘটে, যার ফলে অগ্নিদগ্ধ হয়ে তানভীর হোসেন নামে এক যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত রোববার (১২ জানুয়ারি) রাতে প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার সময়, তানভীরের প্যান্টের পকেটে থাকা মোবাইলটি হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরফ্যাশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওই যুবক। 

ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি

ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক হাসপাতালে ভর্তি


এ ঘটনায় আহত তানভীরের বড় ভাই মোহাম্মদ ইউসুফ বলেন, পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ হয়ে আজকে আমার ভাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তার পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এটা কি স্মার্টফোন নাকি টাইম বোমা? আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। 

তানভীরের বন্ধু তারেক গণমাধ্যমকে বলেন, মোবাইল বিস্ফোরণের ঘটনা আগে বাহিরের দেশে শোনা যেত। এখন আমাদের দেশেই ঘটলো। এখন তো মোবাইল পকেটে রাখতেও ভয় লাগছে। একটা অজানা আতঙ্ক ঘিরে রাখছে।

ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণের বিষয়ে কোম্পানিটির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি গণমাধ্যমকে বলেন, মোবাইল বিস্ফোরণের ঘটনাটি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। কেনো এমনটা হলো, সেটা আমি খোঁজ নিয়ে জানাতে পারব। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status