অবৈধ সম্পদের অভিযোগ: মুন্নী সাহার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
নতুন সময় ডেস্ক
|
সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতিত দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ২ জানুয়ারি, দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'মুন্নী সাহা ও তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকার লেনদেনের খবর পাওয়া গেছে। তাদের অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স ১৪ কোটি টাকা। তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।' এদিকে, সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল স্থাপনে অপ্রয়োজনীয়ভাবে সরকারি তহবিলের কয়েক হাজার কোটি টাকা অপব্যবহারের অভিযোগের তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর বাইরে, মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম, আত্মসাৎ এবং অতিরিক্ত অর্থব্যয়ের অভিযোগও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |