ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 January, 2025, 3:47 PM

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলরত সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লংগদু উপজেলাধীন কিসিংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা। এছাড়া লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে। এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহলদল গেলে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এ সময় ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ চাকমা বলেন, ‘আমার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’

এদিকে ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, নিহত ব্যক্তি তাদের কর্মী নন। তার সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোলাগুলিতে একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status