সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ
তৌরব হোসেন,সোনারগাঁ
|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন৷ তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷ দগ্ধ শ্রমিকরা হলেন, মো. আরিফ (২৭), মো. হাসান (২২), বিপ্লব (২৮), মো. নূর আলম (২৩), মো. তাহমিদ শেখ (৪০), মো. তন্ময় (২৫), চঞ্চল (২৬), আল আমিন (২৪), মো. হাসান (১৮) ও মো. শাওন। জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধ কর্মীদের বরাতে তিনি বলেন, ‘কারখানাটির একটি ইউনিটে বিস্ফোরণ হয়৷ এ বিস্ফোরণে দগ্ধ দশজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷’ রোববার সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট ও এয়ারফ্রেশনার তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শ্রমিকরা। তারা জানান, গ্যাসের সংযোগ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক কারখানার নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, ‘সকালে কারখানার পক্ষ থেকে আগুনের খবর জানানো হয়৷ কিন্তু ফায়ার সার্ভিস রওয়ানা হবার আগেই আগুন নিভে গেছে বলে ফের কারখানা থেকে জানানো হয়৷ তখন আমাদের বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি জানানো হয়নি৷ পরে দগ্ধের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে৷’ এঘটনায় বসুন্ধরা পেপার্সমিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংবাদকর্মীরা কারখানার সামনে গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকার কথা বলে নিরাপত্তাকর্মীরা সংবাকর্মীদের কারখানার ভেতর প্রবেশ করতে দেয়নি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |