অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা ও শ্রমীক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যার দশম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2024, 4:35 PM
যশোরের অভয়নগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের দশম মুত্যুবার্ষিকীতে শনিবার অভয়নগর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অভয়নগর প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক হোসেন, মাসুদ আলম, প্রভাষক জোবায়ের হোসেন, মোঃ আতিয়ার রহমান, ভার প্রাপ্ত সভাপতি চৈতন্য কুমার পাল,মিল্টন আনোয়ার,মোঃ আমান উল্লা আমান, মিঠুন দত্ত, মোল্যা ওলিয়ার রহমানের পৌত্র হাসিবুর রহমান তিলক, প্রিয়ব্রত ধর, আব্দুল হালিম বাপ্পি, কানু বিশ্বাস,হরিনাথ বিশ্বাস, সজল মোল্লা সহ প্রমুখ।
২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে অভয়নগর উপজেলা পরিষদের নিকট নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিনজন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া, তিনি নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।
এ হত্যাকান্ডের পরদিন (২৪/১১/১৪) নিহতের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে তিনজন মোটরসাইকেলআরোহীসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে অভয়নগর থানায় একটি হত্যা এবং যশোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মোল্যা বাদী হয়ে সাতজনকে আসামী করে অস্ত্র আইনে অভয়নগর থানায় আরেকটি মামলা দায়ের করেন।
অস্ত্র আইনে করা মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা ডিবি’র উপপরিদর্শক মো. মুরাদ হোসেন ২০১৫ সালের ১১ জুলাই যশোরে অবস্থিত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (অভয়নগর আমলী আদালত) অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে, ২০১৬ সালের ২১ মার্চ মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলায় অভিযোগপত্র দেয় যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মোল্যা তদন্ত শেষে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।