সোনারগাঁয়ে গাজাঁ ও ইয়াবাসহ আটক-৪নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন টোলপ্লাজা এলাকা থেকে ৮ কেজি গাঁজা ও পাঁচশত পিচ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইউনুছ (৩৫) কক্সবাজার উত্তর লেংগর বিলের হোসেনের ছেলে, রহিম (৪২) কক্সবাজার উত্তর লেংগর বিলের বাদশা মিয়ার ছেলে, রাবেয়া খাতুন (২০) কুমিল্লা দেবিদ্বার মাহারবাড়ির মৃত মনির হোসেনের মেয়ে, দুলু বেগম (৬০) কুমিল্লা কোতোয়ালি গোলাবাড়ির মৃত আবুল হোসেনের মেয়ে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁয়ে গাজাঁ ও ইয়াবাসহ আটক-৪