ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
বাগমারায় যুবককে হত্যা চেষ্টার মামলায় আমিনুল গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 November, 2024, 3:30 PM

বাগমারায় যুবককে হত্যা চেষ্টার মামলায় আমিনুল গ্রেপ্তার

বাগমারায় যুবককে হত্যা চেষ্টার মামলায় আমিনুল গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় বিলে মাছ চাষকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে মাথা ফাটিয়ে হত্যা চেষ্টা চালায় জাবের আলী সহ তার বাহিনীর সদস্যরা। ওই ঘটনায় গত ১৫ অক্টোবর আহত আশরাফুল ইসলাম বাদী হয়েছে একটি মামলা দায়ের করে। দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী আমিনুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বীরকয়া গ্রামের ফায়ের আলীর ছেলে। 

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বাসুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। সে জাবের বাহিনীর অন্যতম সদস্য। জাবের আলীর নির্দেশে আমিনুল ইসলাম এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। নাম নামে একাধিক মামলা রয়েছে। আশরাফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জাবের আলী সহ তার বাহিনীর ১৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১১ জন জামিনে রয়েছেন। ঘটনার পর থেকে জাবের আলী সহ অন্যরা আত্মগোপনে রয়েছেন।

এদিকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বীরকয়া গ্রামের আব্দুুস ছামাদের ছেলে আশরাফুল ইসলাম নিজ গ্রামের মোড়ে চা পানের জন্য আসে। সে সময় জাবের আলী সহ তার লোকজন হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বীরকয়া স্কুলের নিকটে আশরাফুলকে মারতে থাকে। তাকে উপর্যুপরি চাপাতি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। 

সে সময় স্থানীয়রা আশরাফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। 

আটকের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত আসামী আমিনুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করি। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, হত্যা চেষ্টা মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status