ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১০ কারখানা ছুটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 October, 2024, 12:41 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 2 October, 2024, 12:43 PM

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১০ কারখানা ছুটি

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১০ কারখানা ছুটি

চাকরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় শ্রমিকরা চাকরিসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 

মহাসড়ক অবরোধ করে রাখার কারণে উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধাররণ মানুষ।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর জেলার প্রায় বেশিরভাগ কারখানার সামনে লেখা রয়েছে শ্রমিক নিয়োগ বন্ধ আছে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করে। তবে কর্তৃপক্ষ তারা সামনের শ্রমিক নিয়োগ বন্ধ ঘোষণা লিখে রাখলেও গোপনে নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন। পুরুষ শ্রমিকরা চাকরিতে যোগদান করার পর অযথা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে এমন অভিযোগে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন না। যার কারণে সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় শতাধিক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কারখানার ফটকের সামনে বিক্ষোভ করে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে বাধ্য হয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা থেকে ভোগরা পর্যন্ত সবগুলি কারখানা ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড এলাকার কারখানাগুলোতেও শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। কারখানা ছুটি দেওয়ার পর অনেক শ্রমিকরা বাড়ি চলে গেলেও কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দেয়। 

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশনসহ গাজীপুরে দশটি কারখানায় ছুটি দেওয়ার খবর পাওয়া গেছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status