কুড়িগ্রামে বাবার মোটরবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় মেয়ের মৃত্যু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 8:44 PM
কুড়িগ্রামে বাবার মোটরবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় মেয়ের মৃত্যু
কুড়িগ্রামে বাবার মোটরবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় মেয়ের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী থেকে রংপুর মহাসড়কে আজ ১১ সেপ্টেম্বর বুধবার সকালে।
প্রত্যক্ষদর্শী এলাকার লোকজন জানান,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক আনিসুর তার মেয়ে আয়শাকে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন নিয়ে রংপুরে কোচিং এ ভর্তি হওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে মেয়েটি বাবার বাইকের পিছন থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়।