নজরুল বিশ্ববিদ্যালয়ে বসতে যাচ্ছে কাওয়ালি গানের আসর
আলাওল করিম ফয়সাল,নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:18 PM
ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ১৫ সেপ্টেম্বর আয়োজিত হতে যাচ্ছে কাওয়ালি গানের আসর ।
দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কাওয়ালী সন্ধ্যায় কাওয়ালী গানের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী গান ও কবিতা পাঠ করবেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৫ টায়।
কাওয়ালী সন্ধ্যার আয়োজন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রফুল্লতা দেখা গেছে । এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে কোন ধর্মীয় অনুষ্ঠান করা যায় নি। দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যমে দেশ ও ক্যাম্পাস এখন স্বাধীন। বিশ্ববিদ্যালয় এখন উন্মুক্ত জ্ঞান ও সংস্কৃতি চর্চার যায়গা। জুলাই বিল্পবকে লালন করে, ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে ❝দ্রোহের গান ও কাওয়ালী সন্ধার❞ আয়োজনের উদ্যোগ নেয়া। যেখানে দেশ সেরা কাওয়ালী শিল্পীরা অংশ নিবে এবং আবৃত্তি,অভিনয় ও বিল্পবী গান গাইবে ক্যাম্পাসের শিল্পীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এই আয়োজন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের, মতের, আদর্শের মানুষের অনুষ্ঠানের স্বাধীনতার এ ধারা বজায় থাকবে।
এছাড়া শিক্ষার্থীরা আরো বলেন, ক্যাম্পাসের শিক্ষক , শিক্ষার্থীরাসহ আশেপাশের যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চায় সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করবো।
উল্লেখ্য,অনুষ্ঠানটি ১৪ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও ওইদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা থাকায় অনুষ্ঠানের সময়সূচি পিছিয়ে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।