সিরাজগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Tuesday, 3 September, 2024, 7:19 PM
সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই মিট দ্য প্রেস ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব, মাদক নির্মূল, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করবে বলে জানান।
পুলিশ সুপার মো. ফারুক হোসেন আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ জরুরি। পুলিশ ও সাংবাদিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সিরাজগওঞ্জ নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করব। সেখানে আমাদের সকলের উচিত দেশের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদারিত্ব বজায় রেখে মানুষকে সেবা প্রদান করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ