ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
ফেসবুকে সবাই বন্ধুর পুরনো ছবিতে কমেন্ট করছে কেন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 31 August, 2024, 8:29 PM

ফেসবুকে সবাই বন্ধুর পুরনো ছবিতে কমেন্ট করছে কেন?

ফেসবুকে সবাই বন্ধুর পুরনো ছবিতে কমেন্ট করছে কেন?

সোশ্যাল মিডিয়ায় কখন যে কীসের ট্রেন্ড চলে তা আগে থেকে বোঝা মুশকিল। হয়তো কেউ একজন একটি সাধারণ কাজ করেন। তার দেখাদেখি আরও কয়েকজন একই কাজ করেন। এরপর অসংখ্য মানুষ একই ধরনের কাজ করতে শুরু করেন। আর তখনই বলা হয়- এখন অমুক কাজের ট্রেন্ড চলছে।

বিগত কিছুদিন ফেসবুকে শুরু হয়েছে বন্ধুদের পুরনো ছবি খুঁজে বের করে তাতে কমেন্ট করার ট্রেন্ড। এসব কমেন্টের কারণে কয়েক বছর আগের ছবিগুলো প্রকাশ্যে আসছে নতুন করে। সেগুলো নিয়ে চলছে হাসি-ঠাট্টা। মজার এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটাগরিকরা।

বন্ধুর ছবিতে গিয়ে ‘Nice & Attractive’, ‘এটা কে রে’, ‘দিলাম লাড়া’— এই জাতীয় কমেন্ট করেছেন ফেসবুকবাসী। বন্ধুদের কেউ কেউ কমেন্টে সাড়াও দিচ্ছেন। ৫-১০ বছর আগের ছবিতে অনেকে তুলনা দেখে অবাক হচ্ছেন। কেউবা আফসোস স্বরে জানাচ্ছেন, পুরনো দিনগুলোই সুন্দর থাকার কথা।

বাদ যাচ্ছেন না সেলিব্রেটিরাও!
পুরনো ছবিতে কমেন্টের এই জোয়ার থেকে রেহাই পাচ্ছেন না সেলিব্রেটিরাও। খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পুরনো ছবিতেও মজার ছলে কমেন্ট করছেন অনেকে। গায়ক, অভিনেতা, শিল্পী, ফেসবুকে বহুল পরিচিত মানুষদের পুরনো ছবিও খুঁজে বের করছেন উৎসুক ফেসবুকবাসী।

কীভাবে বন্ধুদের পুরনো ছবি প্রকাশ্যে আনবেন?
আপনি যদি এই ট্রেন্ডের অংশ হতে চান তাহলে বন্ধুতালিকায় থাকা কোনো বন্ধুর পুরনো দিনের ছবিতে কমেন্ট করতে পারেন। এজন্য প্রথমে তার টাইমলাইনে প্রবেশ করুন। এরপর ‘Photos’ অপশনে গিয়ে ‘Albums’ এ ক্লিক করুন। এবার যেকোনো অ্যালবামে যান। সেখান থেকে একদম শেষের দিকে আপলোড করা ছবিগুলো খুঁজে বের করুন। যে ছবিগুলো আজ থেকে কমপক্ষে ৫ বছর আগে ফেসবুকে আপলোড করা হয়েছিল সেগুলোতে কমেন্ট করুন।

তবে আপনার বন্ধুটি যদি নতুন করে আইডি খুলেন কিংবা খুব বেশি নিজের ছবি আপলোড না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে হতাশই হতে হবে।

বন্ধুদের থেকে নিজের পুরনো ছবি লুকাবেন যেভাবে
অনেকেই আছেন যারা চান না তাদের পুরনো ছবি অন্যদের সামনে আসুক। এক্ষেত্রে একইভাবে আপনার টাইমলাইনে প্রবেশ করুন। এরপর ‘Photos’ অপশনে গিয়ে ‘Albums’ এ ক্লিক করুন। এবার যেকোনো অ্যালবামে যান। সেখান থেকে একদম শেষের দিকে আপলোড করা ছবিগুলো খুঁজে বের করুন। এবার যে ছবি বা অ্যালবাম লুকাতে চান সেটির ডানপাশে থাকা থ্রি ডটে (…) বা Edit Album অপশনে এ ক্লিক করুন। সেখান থেকে প্রাইভেসি ‘only me’ ক্লিক করুন। তাহলে ছবি বা অ্যালবামটি আপনি ছাড়া কেউ দেখতে পাবে না।

এই পুরো ট্রেন্ডই মজার জন্য করা। তবে আপনার দুষ্টুমি যেন অন্যের ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখুন। হয়তো কোনো বন্ধুর একটা সময় বিপরীত লিঙ্গের কারো সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। বর্তমানে তিনি বিবাহিত। আপনি পুরনো ছবিতে কমেন্ট করায় সেটি তার সঙ্গীর চোখে পড়তে পারে। যা দাম্পত্য কলহের কারণ হতে পারে।

আবার স্বাস্থ্য বা গায়ের রঙেও মানুষের পরিবর্তন হয় সময়ের সঙ্গে। পূর্বের অবস্থা নিয়ে ঠাট্টা করা কারো কারো মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। তাই এসব দিক খেয়াল রাখুন।

পুরনো ছবিতে মন্তব্য করলে তা আবার নতুন করে হোমপেজে দেখায় কেন?
মনে প্রশ্নে জাগতে পারে, কেউ কারো পুরনো ছবিতে কমেন্ট করলে তা অন্যদের হোমপেজে শো করে কেন? এটি মূলত ফেসবুক অ্যালগরিদমের কারসাজি। আপনার পুরনো পাবলিক পোস্ট বা কাস্টম পোস্টে কমেন্ট করলে তা আবার নতুন করে ভিজিবল হবে। ফেসবুকের নতুন অ্যালগরিদম অনুযায়ী যারা আপনার পোস্টে বেশি লাইক কমেন্ট করে তাদের ওয়ালে এই পোস্টটি নতুন করে পৌঁছে যাবে। উক্ত ফ্রেন্ড পোস্টটিতে লাইক/কমেন্ট না করলেও পৌঁছে যাবে।

এই পদ্ধতি ব্যবহার করে অনেকেই প্রোফাইলের ভিউ এবং লাইক কমেন্ট বৃদ্ধি করে। তাই কেউ পুরনো ছবিতে কমেন্ট করলে, রিপ্লাই দিচ্ছেন। যা পোস্টের রিচও বাড়াচ্ছে। একই কারণে অনেকে প্রতিদিনের মেমোরিজে আসা পুরনো পোস্ট/ছবিতে নিজেই কমেন্ট করেন। নতুন করে পুরনো কিছুকে সামনে আনার এবং ফেসবুক অ্যাক্টিভিটি বাড়ানোর সহজ কৌশল এটি।

কেউ কেউ আবার ট্রেন্ড বুঝে উঠতে পারছেন না। ভাবছেন নিজের ছেলেবেলা বা অতীতের ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করার ট্রেন্ড চলছে। তাই নিজেই নিজের পুরনো দিনের ছবি আপলোড করছেন। এটি মূল ট্রেন্ড না হলেও মন্দ নয়। পুরনো দিনগুলোকে স্মরণ করার সুন্দর এই ট্রেন্ডের অংশ হতে পারেন আপনিও।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status