ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Thursday, 29 August, 2024, 6:52 PM
সর্বশেষ আপডেট: Thursday, 29 August, 2024, 7:19 PM

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নারী-শিশু সহ  ৮  জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা (বিজিবি-৫৬)। বুধবার (২৮ আগস্ট) গভির রাত ৪টার সময় উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপি'র টহল টিম তাদের আটক করে।

আটককৃতরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার বিনষপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রাণী দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮)।

৫৬ বিজিবি শুকানী বিওপির ল্যানস নায়েক সওকত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিওপির ৬ সদস্যের একটি দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে। পরে স্থানীয় একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে নেয়া হয়।জানা গেছে একই দিন রাতে তারা গোলাবদীগছ গ্রামে অবস্থান নেয়। তবে কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলো কিনা তা জানা যায় নি। তিনি আরো বলেন, তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।


তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন আটককৃতরা সবাই একিই পরিবারের সদস্য। দেশের চলমান  রাজনৈতিক অস্থিরতায় এই পরিবারটি নিরাপত্তার ঝুকিতে ছিল। তাই তারা সুকানী সীমান্ত দিয়ে ভারতে তাদের আত্মীয় স্বজনদের কাছে চলে যেতে চেয়েছিল। আমরা বিজিবি ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরিবারটির সামাজিক সুরক্ষা বিবেচনা করে তাদের আত্মীয় স্বজনদের হাতে হস্তান্তর করেছি।

 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status