পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নারী-শিশু সহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা (বিজিবি-৫৬)। বুধবার (২৮ আগস্ট) গভির রাত ৪টার সময় উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপি'র টহল টিম তাদের আটক করে।
৫৬ বিজিবি শুকানী বিওপির ল্যানস নায়েক সওকত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিওপির ৬ সদস্যের একটি দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে। পরে স্থানীয় একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে নেয়া হয়।জানা গেছে একই দিন রাতে তারা গোলাবদীগছ গ্রামে অবস্থান নেয়। তবে কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলো কিনা তা জানা যায় নি। তিনি আরো বলেন, তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন আটককৃতরা সবাই একিই পরিবারের সদস্য। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় এই পরিবারটি নিরাপত্তার ঝুকিতে ছিল। তাই তারা সুকানী সীমান্ত দিয়ে ভারতে তাদের আত্মীয় স্বজনদের কাছে চলে যেতে চেয়েছিল। আমরা বিজিবি ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরিবারটির সামাজিক সুরক্ষা বিবেচনা করে তাদের আত্মীয় স্বজনদের হাতে হস্তান্তর করেছি।