ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ, বাংলাদেশের ১৫টি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 August, 2024, 11:31 AM

সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ, বাংলাদেশের ১৫টি

সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ, বাংলাদেশের ১৫টি

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) সম্প্রতি তাদের ওয়েবসাইটে ১ হাজার ৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের মোট ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।


‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শীর্ষক শিরোনামে এ র‍্যাঙ্কিংটি প্রকাশ করেছে কিউএস।

জানা গেছে, সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের ১৯৭টি, যুক্তরাজ্যের ৯০টি ও চীনের (মূল ভূখণ্ড) ৭১টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় শীর্ষে থাকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) টানা ১৩ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। এর পরেই তালিকায় স্থান করে নিয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

তালিকার শীর্ষে এশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউএস) আছে তালিকার অষ্টম স্থানে।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকায় ১৪তম স্থানে রয়েছে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) সারা বিশ্বের করা তালিকায় আছে ১৫তম স্থানে। ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে রয়েছে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় আছে তালিকার ২০তম স্থানে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তালিকার ৫৫৪ স্থানে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭৬১-৭৭০ স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৯০১-৯৫০ মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১০০১-১২০০ মধ্যে রয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়, এরপর রয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, IUBAT, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status