পুলিশের এপিসিতে লাল রং লাগালেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা
নতুন সময় ডেস্ক
|
![]() পুলিশের এপিসিতে লাল রং লাগালেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা শুক্রবার (২ আগস্ট) এপিসিটি মন্ত্রণালয় ভবনের সামনে দাঁড় করানো ছিল বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর আলোকচিত্রী সৈয়দ জাকির হোসেন। বিক্ষোভকারী শিক্ষার্থীদের কয়েকজন আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারটিতে উঠে এটির উইন্ডশিল্ডে লাল রংয়ের স্প্রে-পেইন্টিং শুরু করেন। এ সময় এপিসির ভেতরে পুলিশের সদস্যরা ছিলেন। তবে তারা শিক্ষার্থীদের বাধা দেননি। শিক্ষার্থীরা এপিসির পাশে গ্রাফিতিও আঁকেন। পরে আরও কয়েকজন পুলিশ সদস্য আসার পর এপিসিটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |