দেশের চলমান পরিস্থিতিতে সরব হতে দেখা যাচ্ছে কম বেশি সব অঙ্গনের মানুষের। থেমে নেই শোবিজ অঙ্গনও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে তারকারা। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানও এই সারিতে যোগ দিলেন।
তাহসানের পোস্ট করা সেই কবিতাটি হবহু তুলে ধরা হল- এতগুলো যে তাজা প্রাণ হারাবার, সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার যে কষ্ট জানে শুধু আপনজন, শুধু শহীদের পরিবার। প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ, তাই মানসিক বিবাদে তটস্থ থাকি বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে আমি দেশপ্রেমিক কোনো কবি। মেরুকরণের এই দেশে দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই, ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই। শান্ত কবি স্থিরতা চায়, শুধু একটাই অনুরোধ দেশ গড়তে হবে তোমাদের, গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ; চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ। আমার সূর্য আজ অস্তমিত, তোমরা নতুন রবি করজোড়ে ক্ষমা চাই বারংবার, শুধু একজন পরাজিত কবি।
শেষে হ্যাশট্যাগ দিয়ে তাহসান লেখেন #SaveBangladeshiStudents
তবে প্রিয় গায়কের পোস্টটি শেয়ার করার পর পরই নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাকে। কেউ কেউ বলছেন, সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান; যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা। অথচ এমন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সাড়া দেয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘সিরিয়াসলি ম্যান? এখন ঘুম ভাঙছে? আপনি আইডল ছিলেন আমার! আমার আইডল এখন রাফি, মুগ্ধ, আবু সাঈদ।’
অন্য একজন লিখেছেন, ‘পরাজিত কবি চাই না, বিদ্রোহী কবি চাই, এতদিন পর আপনার খবর হলো? জাগলে ভালোমতো জাগেন, নয়তো ঘুমিয়েই থাকেন।’