দিনাজপুরের বীরগঞ্জ মাদক কেনার দায়ে সুজন ইসলাম (২৮) নামের এক যুবক কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এবং পাশাপাশি ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল। সাজাপ্রাপ্ত, সুজন ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের আক্তার বিএস এর ছেলে।
গত শনিবার (১৩ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার পৌরসভার গোলাপগঞ্জ মোড়ে স্থানীয় এলাকাবাসী হাতেনাতে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ যুবক কে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। এ সময় তিনি উপস্থিত সাধারন মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন।