মানিকগঞ্জে মাটি ব্যবসায়ী লাঠি দিয়ে হত্যা করেছে এক যুবককে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 July, 2024, 10:32 PM
মানিকগঞ্জে মাটি ব্যবসায়ী লাঠি দিয়ে হত্যা করেছে এক যুবককে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় স্থানীয় চিন্থিত মাটি ব্যাবসায়ী পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ঝন্টু মিয়া (২৫) নামের এক যুবকে রাস্তা থেকে তুলে নিয়ে বেধরক মারধর ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুলাই) বেলা ১২ টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার (ওসি) সুমন কুমার আদিত্য। নিহত যুবক উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াউল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানিয়রা জানান, ঝন্টু মিয়া গতকাল (রবিবার) সন্ধ্যা পরে কালিয়া বাজার থেকে বাড়ি আসছিলো। তার নিজ গ্রামের ঈদগা মাঠের সামনে আসলে মাটি ব্যাবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাকিরের ছেলে জাহিদ (২১) ও তার ৮/৯ জন সহযোগীরা মিলে বেধরক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিদ্দিকুর রহমান বলেন, গতকালা রাত আনুমানিক ৮টার দিকে জাহিদ ও তার ৮/৯ জন সহযোগী মিলে মোঃ ঝন্টুকে লাঠিপেটা করে হত্যা করে বলে শুনেছি। পরে গ্রামের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে ঝন্টুর মৃতদেহ নিয়ে যায়।
নিহত ঝন্টুর প্রতিবেশি চাচা আমিনুর রহমান বলেন, আজ থেকে মাস দেরেক আগে ঝন্টুদের বাড়ির সামনের রাস্তা নষ্ট করে মাটি বোঝাই ট্রাকটর চলানোর করনে জাহিদের সঙ্গে কথাকাটাকাটি হয়। সেই রাগেই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
দৌলতপুর থানার (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ময়নাতদন্তের জন্য ঝন্টুর মৃতদেহ জেলার কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।