কুড়িগ্রামে আন্ত জেলা গরুচোর সিন্ডিকেটের অন্যতম সদস্য আতিক কসাই গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 7 July, 2024, 4:05 PM
কুড়িগ্রামে আন্ত জেলা গরুচোর সিন্ডিকেটের অন্যতম সদস্য আতিক কসাই গ্রেফতার
কুড়িগ্রামে আন্তঃ জেলা গরুচোর সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাঘ আছড়া গ্রামের আতিকুর রহমান ওরফে আতিক কসাই'কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম।
গতকাল ০৬ জুলাই কুড়িগ্রাম- লালমনিরহাট জেলার সীমান্তবর্তী ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা গরুচোর সিন্ডিকেটের অন্যতম সদস্য আতিক কসাই কে গ্রেফতার করা হয়। এসময় তার দেয়া তথ্যে বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই গরু উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
উল্লেখ্য গত ১৫ জুন রাজারহাট থানায় গরু চুরি মামলা রুজু হওয়া পর থেকেই রাজারহাট থানার একটি চৌকস টিম চুরির রহস্য উদঘাটন, চোরাই গরু উদ্ধার ও জড়িত চোরদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল চোরাইগরু উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেতে সক্ষম হয় রাজারহাট থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, রাজারহাটে গ্রেফতারকৃত আসামী আতিক কসাই গরু চুরির ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।