রূপগঞ্জে আনুষ্ঠানিক ভাবে তারাব পৌরসভার প্রায় ১৭৪ কোটি বাজেট ঘোষণা করা হয়েছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 July, 2024, 3:50 PM
রূপগঞ্জে আনুষ্ঠানিক ভাবে তারাব পৌরসভার প্রায় ১৭৪ কোটি বাজেট ঘোষণা করা হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১৭৩ কোটি ১৫ লক্ষ ২ হাজার১০৫ টাকা বাজেট ঘোষণা অনুষ্ঠান আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা। গতকাল রবিবার সকালে (৭ জুলাই) পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে মেয়র হাসিনা গাজী এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলার নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মো. ফিরোজ ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুইয়া,রফিকুল ইসলাম মনির, মাহাবুবুর রহমান জাকারিয়া, বি এম আতিকুর রহমান আতিক, জসিম উদ্দিন, রাসেল শিকদার,আনোয়ার হোসেন,পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকে।
প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে গেছে। এ সময় তিনি, বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি বলেও জানান। তারাবো পৌরসভা উন্নয়নের রোল মডেলে পরিনত হতে যাচ্ছে বলেও জানান।