কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমা ছুঁইছুঁই করেছে নদীর পানি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমা ছুঁইছুঁই করেছে নদীর পানি এরি মধ্যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টির কারণে নদী তীরবর্তী জেলার সবকটি চরাঞ্চল পানিতে ডুবে গেছে। এই পরিস্থিতিতে চরাঞ্চলে বসবাসকারী বেশির ভাগ পরিবারগুলো আশ্রয়কেন্দ্র যারার প্রস্তুতি নিয়েছে। কোন কোন এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে যাবার নির্দেশ দিয়েছে। গত কয়েকদিন অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নদী তীরবর্তী প্রায় সকল নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় মানুষজনের কষ্ট বেড়েছে। গৃহপালিত পশু, বয়োবৃদ্ধ মানুষজন, শিশু, নারিদের মধ্যে ভয়ভীতি দেখা দিয়েছে। নপরিবারের কর্মজীবী মানুষজন কাজের বের হতে না পারায় পরিবারগুলোতে খাদ্যের অভাব দেখা দিয়েছে। তবে কোন দুর্যোগ ঘোষণা করা হয়নি। জেলা প্রশাসন সর্বোচ্চ শতর্কবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। এলাকা ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিও প্রস্তুত রয়েছে। সার্বিক পরিস্থিতিতে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদগুলোকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় রাখা হয়েছে। ইতোমধ্যে আশ্রায় কেন্দ্রগুলোকে বসবাসের উপযোগী করে রাখা হয়েছে। তবে অব্যাহত বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |