কুড়িগ্রামে কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চিলমারির থানা হাট ডিগ্রী কলেজ বিজয়ী
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
কুড়িগ্রামে কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চিলমারির থানা হাট ডিগ্রী কলেজ বিজয়ী কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আজ ০৩ জুলাই বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চিলমারী থানা হাট ডিগ্রী কলেজ ২-১ গোলে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে। রানার্স আপ হয় মজিদা আদর্শ ডিগ্রী কলেজ, ফেয়ার প্লে ট্রফি জিতেন রাজারহাটের ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিনিয়ে নেন চিলমারির শাওন মিয়া, সর্বোচ্চ গোলদাতা চিলমারির রবিউল ইসলাম ও ম্যান অফ দ্য ফাইনাল কুড়িগ্রাম সদরের মজিদা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী সজিব মিয়া। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোঃ সাইদুল আরীফ, এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, এছাড়া কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ রেদওয়ানুল হক দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আহসান হাবীব নিলু, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও ক্রীড়ামোদি শ্রদ্ধাভাজন নাগরিকবৃন্দ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |