ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
জঙ্গি নির্মূলে রোল মডেল বাংলাদেশ: ডিএমপি কমিশনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 July, 2024, 1:36 PM

জঙ্গি নির্মূলে রোল মডেল বাংলাদেশ: ডিএমপি কমিশনার

জঙ্গি নির্মূলে রোল মডেল বাংলাদেশ: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এর বাইরে নয়। তবে পুলিশ, র‌্যাব, এন্টি টেররিজম, কাউন্টার টেররিজম ইউনিটসহ অন্যান্য ইউনিটের জোরালো তৎপরতা ও দূরদর্শিতায় জঙ্গি দমনে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে।

সোমবার রাজধানীর গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিশ্বের অন্যান্য দেশে জঙ্গি হামলা হওয়া পর অভিযান পরিচালনা করে। শুধুমাত্র বাংলাদেশেই জঙ্গি হামলা হওয়ার আগে বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে আগেই ব্যবস্থা নিয়ে জঙ্গিদের নির্মূল করা হয়েছে।

অনলাইনে জঙ্গি তৎপরতা ও ভিন্ন ধর্মালম্বীদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, অনলাইনে জঙ্গিদের তৎপরতা এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মুলে আইন-শৃঙ্খলা বাহিনীর সিটিটিসি, ডিবি, সিআইডি ও এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। আমাদের দেশের শান্তিপূর্ণ অবস্থা অব্যাহত থাকবে।

হাবিবুর রহমান আরো বলেন, জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। মিডিয়াকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে কী করছে- এসব ব্যাপারে খোঁজ রাখতে হবে। সন্তান অনলাইনে কী করছে সেটাও দেখতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলো আমাদের নজরদারিতে রয়েছে। প্রতিনিয়ত তাদের মনিটরিং করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status