জঙ্গি নির্মূলে রোল মডেল বাংলাদেশ: ডিএমপি কমিশনার
নতুন সময় প্রতিবেদক
|
![]() জঙ্গি নির্মূলে রোল মডেল বাংলাদেশ: ডিএমপি কমিশনার সোমবার রাজধানীর গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, বিশ্বের অন্যান্য দেশে জঙ্গি হামলা হওয়া পর অভিযান পরিচালনা করে। শুধুমাত্র বাংলাদেশেই জঙ্গি হামলা হওয়ার আগে বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে আগেই ব্যবস্থা নিয়ে জঙ্গিদের নির্মূল করা হয়েছে। অনলাইনে জঙ্গি তৎপরতা ও ভিন্ন ধর্মালম্বীদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, অনলাইনে জঙ্গিদের তৎপরতা এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মুলে আইন-শৃঙ্খলা বাহিনীর সিটিটিসি, ডিবি, সিআইডি ও এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। আমাদের দেশের শান্তিপূর্ণ অবস্থা অব্যাহত থাকবে। হাবিবুর রহমান আরো বলেন, জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। মিডিয়াকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে কী করছে- এসব ব্যাপারে খোঁজ রাখতে হবে। সন্তান অনলাইনে কী করছে সেটাও দেখতে হবে। ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলো আমাদের নজরদারিতে রয়েছে। প্রতিনিয়ত তাদের মনিটরিং করা হচ্ছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |