পরিমনি ইস্যুতে অবশেষে চাকরি হারালেন পুলিশ কর্তা সাকলায়েন
নতুন সময় প্রতিবেদক
|
অবশেষে চাকরি হারালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) গোলাম মোহাম্মদ সাকলায়েন। আলোচিত চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা ২ এর উপ সচিব রোকেয়া পারভীন জুঁই স্বা¶রিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে এডিসি সাকলায়েনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় একবছর পর সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারী কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তদন্ত কমিটি ‘অসদাচারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বাধ্যতামূলক অবসর প্রদানের সুপারিশ করে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |