অসংখ্য বেনজির ও আজিজকে তৈরি করেছেন আপনারা : মির্জা ফখরুল
আওয়ামীলীগ দেশকে চুরির রাজ্যে পরিণত করেছে গত ১৫ বছর ধরে অসংখ্য বেনজির ও আজিজকে তৈরী করে তাদের ওপর ভর করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ জনু বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরো বলেন,দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মহলও এসব দানবদের চিনে ফেলেছে। তাই দুর্বার আন্দোলনের মাধ্যমে এসব দানবদের প্রতিহত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সেনিনারে মুল ধারণাপত্র উপস্থাপন করেন, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী।সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়,চট্টগ্রাম বিভাগীয় ও মহানগরে নেতৃবৃন্দ।