টোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান
নতুন সময় প্রতিবেদক
|
ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান মোহাম্মদ রাফিউজ্জামান। মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টোয়াব। ২১ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন, প্রথম সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, পরিচালক (অর্থ) মো. নুরুজ্জামান সুমন, পরিচালক (হিসাব) মো. সাইফুল ইসলাম, পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) মো. মানসুর আলম পারভেজ, পরিচালক (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. ইউনুস, পরিচালক (ট্রেড এন্ড ফেয়ার) মো. তাসলিম আমিন ও পরিচালক (প্রিন্টিং এন্ড পাবলিকেশন) এস এম বিল্লাল হোসেন সুমন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ১ জুন ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয় কনশাস রিলায়েন্স ফোরাম। কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান মোহাম্মদ রাফিউজ্জামানের নেতৃত্বে ১৯ জন প্রার্থী এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী প্লেজার হলিডেস এর স্বত্বাধিকারী মোহাম্মদ মুহিউদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোহাম্মদ শাহেদ উল্লাহ ২৯৫ ভোট পেয়ে প্রথম হন। টোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |