যশোরের সিনিয়র সাংবাদিক দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দস ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মঙ্গলবার (৪ জুন) দুৃপুর ১ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে শহরের মোল্লাপাড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস দীর্ঘদিন প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
প্রেসক্লাবের আগামী ১৩ জুলাইয়ের নির্বাচনেও তিনি সদস্য পদে প্রার্থী ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।