ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে চুয়েটে কর্মকর্তাদের শান্তিপূর্ণ আন্দোলন
ইপসিতা জাহান সুমা,চুয়েট
প্রকাশ: Monday, 3 June, 2024, 9:10 PM

সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে চুয়েটে কর্মকর্তাদের শান্তিপূর্ণ আন্দোলন

সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে চুয়েটে কর্মকর্তাদের শান্তিপূর্ণ আন্দোলন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে চুয়েটে কর্মকর্তাদের শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচী পালন করেছেন। ৩ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি-স্তম্ভের সামনে উক্ত আন্দোলন সংগঠিত হয়। সদ্য পাশকৃত নীতিমালা অনুসারে,স্বায়ত্ত-শাসিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সকলে সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবে। তারই প্রতিবাদে  শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি সংগঠন।

উক্ত আন্দোলনে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মকবুল হোসেন সহ যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক,ডেপুটি রেজিস্ট্রার এস এম মোখতারুল মোস্তফা টিপু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মকবুল হোসেন বলেন,ভবিষ্যতে পেনশন বাবদ এককালীন বেশ কিছু টাকা পাব, সেই টাকা দিয়ে একটা বাড়ি করব, সেই স্বপ্ন নিয়ে চাকুরি করতে এসে আজকে লালিত স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে। রাতের ঘুম হারাম করে দিয়েছে। এতে শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী কেউই ভালোভাবে কাজ করতে পারবে না। এভাবে সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার অন্তরায় হিসেবে কাজ করবে।

এ বিষয়ে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে সরকারি ও আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আওতা-বহির্ভূত রাখলেও, বিধিমালার সংশোধনী তে সরকারি প্রতিষ্ঠান বাদ দিয়ে পেনশনের আওতায় থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে অন্তর্ভুক্ত করা বৈষম্যমূলক। বৈষম্যের মূলে বিশ্ববিদ্যালয়কে অধঃপতনের দিকে নিয়ে যাওয়ার কোন চক্রান্ত রয়েছে কিনা তা তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য,গত ২৭শে মে অনুষ্ঠিত, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার অনুমোদনক্রমে, সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা ২০২৩ এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ৩রা জুন (সোমবার) সকাল ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ মানববন্ধন এর ঘোষণা  দেয়।
উক্ত কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার জন্য ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল সম্মানিত কর্মকর্তাবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status