কটিয়াদীতে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী
প্রকাশ: Monday, 3 June, 2024, 8:55 PM
কটিয়াদীতে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে কটিয়াদী পৌর এলাকার পূর্ব পাড়া মহল্লায় এই ঘটনা ঘটছে। ঘটনাস্থলেই নিহত হন রায়হান (২৮) তিনি একই এলাকার পূর্ব পাড়া মহল্লার হাসেমের ছেলে।
জানা যায়, কটিয়াদী পৌর এলাকার পূর্ব পাড়া মহল্লায় একটি নতুন বিল্ডিং এর নির্মাণ শ্রমিক হিসেবে নিয়মিত কাজ করতেন রায়হান। সোমবার রড ওঠানোর সময় অসাবধানতাবসত বিদ্যুৎ এর তারে লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আব্দুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিদ্যুৎ এর তারে লেগে আমার ছেলের মৃত্যু হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে আমি একা হয়ে গেলাম।