প্রেস ব্রিফিং করে নিজেকে নির্দোষ দাবী করছেন ইউপি চেয়ারম্যান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 June, 2024, 6:34 PM
প্রেস ব্রিফিং করে নিজেকে নির্দোষ দাবী করছেন ইউপি চেয়ারম্যান
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মনিভূষন রায় এবং সাবেক মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম ওরফে আগুনপাখির সাথে পরকীয়া প্রেমের থানায় অভিযোগ, চেয়ারম্যান এর পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সহ চেয়ারম্যান এর উপর আনিত সকল অভিযোগের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন চেয়ারম্যান বাবু মনিভূষন রায়।
রবিবার (০২ জুন) রাত এগারোটায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলনে মনিভূষন রায় বলেন, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর পক্ষে ভোট করায় বিরোধীপক্ষ এই ষড়যন্ত্র করছে। সাবেক মহিলা ইউপি সদস্যের সাথে আমার কোন পরকীয়া সম্পর্ক নেই। 'আমার ছবিটি টেম্পারিং করে গণমাধ্যমে প্রকাশ করার মাধ্যমে আমাকে ডিজিটাল ব্ল্যাকমেইল করেছে এবং আমার মানহানি করেছে। আমি এই জঘন্যতম ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদা বেগমের বাসায় গ্রাম্যপুলিশ নিযুক্ত করনের বিষয়টি সম্পুর্নরূপে তিনি অস্বীকার করেন।
উল্লেখ্য যে, রবিবার (২ জুন) বিকেলে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনিভূষন রায়ের পদত্যাগ ও শাস্তির দাবিতে পামুলী এলাকাবাসীর একাংশ মানববন্ধন করেছেন। এর আগে সাবেক ওই নারী ইউপি সদস্য রাশেদার স্বামী আবু সাঈদ স্ত্রীর সাথে চেয়ারম্যানের পরকীয়া সম্পর্কের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।