চাটখিলে ধর্ষন ও বলৎকারের অভিযোগে দুইজন গ্রেফতার: একজন পলাতক
রুবেল হোসেন, চাটখিল
|
![]() চাটখিলে ধর্ষন ও বলৎকারের অভিযোগে দুইজন গ্রেফতার: একজন পলাতক ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত পলাশ চাটখিল পৌর শহরের দশানী টবগা এলাকার গনি মিয়া বাড়ির খোরশেদ আলমের ছেলে। বলৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আবুল কালাম পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল হাছেন গাজী বেপারী বাড়ির আবুল কাশেমের ছেলে। গ্রেফতারকৃত পলাশ ও আবুল কালাম কে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |