চাটখিলে ধর্ষন ও বলৎকারের অভিযোগে দুইজন গ্রেফতার: একজন পলাতক
রুবেল হোসেন, চাটখিল
|
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর এক শিক্ষার্থীকে ৮দিন আগে ধর্ষন করার অভিযোগ রবিবার সন্ধ্যায় পেয়ে তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নুর হোসেন পলাশ কে গ্রেফতার করেছে। অপরদিকে উপজেলার তালতলা মারকাজুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে ঐ মাদ্রাসার পরিচালক আবুল কালাম কে পুলিশ গ্রেফতার করে। এদিকে চাটখিল পৌর বাজারের নাইট গার্ড মো. মিলনের মেয়ে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে দশানী টবগা খাদুয়া বাড়ির আবদুল মান্নানের ছেলে রিফাত হোসেন (২১) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষন করার অভিযোগে থানায় মামলা হলেও পুলিশ রিফাত কে ৮দিনেও গ্রেফতার করতে পারেনি। ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত পলাশ চাটখিল পৌর শহরের দশানী টবগা এলাকার গনি মিয়া বাড়ির খোরশেদ আলমের ছেলে। বলৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আবুল কালাম পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল হাছেন গাজী বেপারী বাড়ির আবুল কাশেমের ছেলে। গ্রেফতারকৃত পলাশ ও আবুল কালাম কে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |