সিনেমা পাগল তারকা মনোয়ার হোসেন ডিপজল। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল পর্বত’-এর মালিক তিনি। সিনেমা হলটি অনেকদিন বন্ধ থাকার পর এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে।
পর্বত’ সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে বলেছেন ডিপজল। যেখানে হল-সংকটের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছিলেন তিনি। সেখানে নিজের হল ভেঙে ফেলার সিদ্ধান্তের খবরে সমালোচনার মুখে পড়েছেন এই খল অভিনেতা।
এ বিষয়ে ডিপজল জানান, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।
সিনেমা হলটি ভেঙে ফেলার খবরটির সত্যতা প্রকাশ করেছেন ডিপজল নিজেই। সেখানে মার্কেট করা হবে। মার্কেটের ওপরে তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে বলেও জানা গেছে।