নোয়াখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
আজিজ আহমেদ,নোয়াখালী
প্রকাশ: Sunday, 2 June, 2024, 1:32 PM
নোয়াখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, প্রাণ নাশের হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে এবং ঘটনার সুস্থ তদন্ত করে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনে জানানো হয়, ব্যাপারী বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সাথে কাঞ্চন ভৌমিকদের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে সম্প্রতি কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বের একদল কিশোর গ্যাং নন্দ দুলাল ভৌমিকদের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার পর উল্টো কাঞ্চন ভৌমিক মিথ্যা অভিযোগ দিয়ে নন্দ দুলাল ও এলাকাবাসীকে হয়রানি করছে বলেও অভিযোগ করা হয়।
এ সময় স্থানীয় ইউপি সদস্য এইচ এম জাফর উল্যাহ স্বপন, সাবেক মেম্বার আবদুর রশিদ, আওয়ামী লীগ স্বপন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।