ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
সাতক্ষীরায় সদর উপজেলা শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষ : চেয়ারম্যান
রাকিবুল ইসলাম সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 29 May, 2024, 11:47 PM

সাতক্ষীরায় সদর উপজেলা শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষ : চেয়ারম্যান

সাতক্ষীরায় সদর উপজেলা শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষ : চেয়ারম্যান

তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর  উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। 

বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তুলনামুলক ভাবে কম দেখা গেছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০ টি কেন্দ্রে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পাটি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ০৪২ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মোরশেদ ১৬ হাজার ৭৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ ৩ হাজার ১৭২ ভোট।

১৪০ কেন্দ্রের সবকটির গণনা শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন। এ ছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

জেলা নির্বাচন অফিসার আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে এক জন এস. আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সংরক্ষিত রয়েছেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা সদর উপজেলায় তিনজন হিজড়া ভোটারসহ মোট ভোটার রয়েছে ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন । এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৭১৩। মোট কেন্দ্র ১৪০ টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status