আবারও মা হচ্ছেন বিপাশা!
নতুন সময় ডেস্ক
|
বলিউডের অন্যতম তারকা জুটি বিপাশা বসু-করণ সিং গ্রোভারের সংসারে ইতোমধ্যেই দেবী নামের ছোট্ট এক মেয়ে রয়েছে। এবার তার সঙ্গী আনতেই আবারও মা হতে চলেছেন অভিনেত্রী! নিউজ এট্টিনের প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের মধ্যেই কি আবারও মা হতে চলেছেন বিপাশা বসু? সম্প্রতি বেবি বাম্পের ছবি পোস্ট করতেই জল্পনা শুরু হয়েছে। ইন্সটাগ্রাম পোস্টে সে সুখবর দিয়েই বিপাশা লেখেন, কখনও একাকীত্ব অনুভব করতে না দেয়ায় তোমাকে ধন্যবাদ। প্রতিটি দিন খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেবীর জন্মের পরও আমি তোমার প্রথম প্রায়োরিটি সেটার জন্যও ধন্যবাদ। আমাকে বোঝার জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ জানানোর তালিকার শেষ নেই। তোমাকে পেয়ে ধন্য। তোমার মতো স্বামী পাওয়ার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ। ভূষণ পাটেলের ভূতের সিনেমা ‘অ্যালোন’-এর সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে সখ্য, বন্ধুত্ব অতঃপর প্রেমের সম্পর্কে গড়ে উঠলে ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |