ব্যাংক ডাকাতি মামলায় ২ আসামীর ২ দিনের রিমান্ড মন্জুর
উথোয়াইচিং মারমা, বান্দরবান
প্রকাশ: Sunday, 21 April, 2024, 6:28 PM
বান্দরবানে ৩ এপ্রিল ঘটে যাওয়া থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি মামলায় কেএনএফের এক সহযোগীসহ ২জনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালও শুনানিতে আদালত ২দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রবিবার (২১ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা যায়, থানচি ব্যাংক ডাকাতি সময় ব্যবহৃত গাড়ি চালক কফিল উদ্দিন ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সহযোগী সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত ভানলাল বয় বমকে আদালতে হাজির করেন। আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানচি ব্যাংক ডাকাতি মামলায় দুইজনকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে, গত বৃহস্পতিবার বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্দেহে গ্রেপ্তারকৃত ৫২ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
অপর একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। যৌথ অভিযানে এ পর্যন্ত ১৮জন নারীসহ ৬৩ জনকে থানচি ও রুমার সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি ও অস্ত্র মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।