সাজেকে ইউপিডিএফের সহযোগীতায় নির্মল চাকমার দাহত্রুিয়া অনুষ্টান সম্পন্ন
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের শিশুতুলি গ্রামের ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে ১০ সদস্য একটি টিম নির্মল চাকমার দাহত্রুিয়া অনুষ্টানে সহযোগীতা প্রদান করা হয়। ১৩ ফেব্রুয়ারী দুপুর ১২টার সময়ে নিজ বাড়িতে ভিক্ষু সংঘ উপস্তিতে ধর্মীয় অনুষ্টানিহতা শুরু হয়। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা নিকেটন চাকমা। ধর্মীয় অনুষ্টানে নির্মল চাকমাসহ সকল প্রানির হিতো সুখ মঙ্গল কামনা করে বৌদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপুস্কার দানসহ নানান ধানের যগ্য আয়োজন করা হয়। ধর্মীয় সভায় স্বধর্ম দেশনা প্রধান করেন বাঘাইহাট বনানি বন বিহারের বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় কৃপারন্ত্র স্হবির ভান্তে। ধর্মীয় অনুষ্টানিকতা শেষে সংক্ষিত আলোচনা সভা করা হয়। এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আজেন্ট চাকমা। তিনি বলেন মানুষ মরন শীল, সময় হলে একদিন সবাইকে মরতে হবে।বৌদ্ধ ধর্ম হচ্ছে এক মানব সেবা ধর্ম, বৌদ্ধ ধর্ম যে সঠিক সময়ে লালন পালন করবে তাদের পরিবারিক সুখ-শান্তিও মঙ্গল হয় বলে জানান আর্জেন্ট চাকমা। আর্জেন্ট চাকমা আরো বলেন ইউপিডিএফ গঠন লগ্ন থেকে জুম্ম জনগনের সুখে-দুখে- আপদে বিপদে সব সময় আছে আগামিতে ও থাকবে।তিনি সকল দায়িকাদের পঞ্চশীল পালনের আহবান জানান। ধর্মীয় অনুষ্টান শেষে নির্মল চাকমার মরদেহ কফিন বহন করে ইউপিডিএফের সদস্যরা শ্বশানে নিয়ে যান। সেখানে ধর্মীয় রিতিনিতি অনুসারে তার দাহত্রুিয়া অনুষ্টান সম্পুন্ন হয়। শিশুতলি গ্রামের শান্তি চাকমা বলেন আজকে যদি ইউপিডিএফ আমাদেরকে সহযোগীতার জন্য এগিয়ে না আসতো আমাদের বিপদে পরতে হতো বলে জানান। ইউপিডিএফের এমন উদ্দ্যোগে সাধুবাদ জানিয়েছে স্হানীয় এলাকাবাসিরা। নির্মল চাকমা দীর্ঘদিন ধরে আরোগ্য রোগে আত্রুান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করে আসছিলেন, শেষে তিনি আর বাচঁতে পারেনি ১১ ফেব্রুয়ারী রাতে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যুর সময় তার বযস ছিলো ৮৫ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |