ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
শেখ রেহেনার চরিত্রে অভিনেত্রী মিষ্টি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 February, 2024, 1:10 PM

শেখ রেহেনার চরিত্রে অভিনেত্রী মিষ্টি

শেখ রেহেনার চরিত্রে অভিনেত্রী মিষ্টি

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাত। এবার পর্দায় আসবে শেখ রেহানার চরিত্রে। গত ১ ফেব্রুয়ারি বিনা পারিশ্রমিকে শেখ রেহানার চরিত্র রূপায়ণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ফের নতুন কাজ নিয়ে সরব হচ্ছেন মিষ্টি জান্নাত। এবার ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় শেখ রেহানার চরিত্রে দেখা যাবে তাকে।
 
চলচ্চিত্র নির্মাতা সালমান হায়দার। ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামকরণ হয়েছে সিনেমাটির। এর মধ্যে যে কোনো একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা।
 
সিনেমাটিতে অভিনয়ের প্রসঙ্গে মিষ্টি জান্নাত গণমাধ্যমকে বলেন, আসলে দীর্ঘদিন নিজের পারিবারিক কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যার কারণে চলচ্চিত্র সময় দিতে পারিনি। এবার বেশ কিছু কাজ নিয়ে ফিরতে যাচ্ছি। যার মাঝে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমা অন্যতম।
 
এর আগে গত ১৩ জানুয়ারি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম হবে ‘হাসু’।
 
এ সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার জানান, ২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সব চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দেয়া হয়েছে। ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।
 
সিনেমাটিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এ ছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status