ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
প্রতি আসনে গড়ে ১১ প্রার্থী আওয়ামী লীগে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 November, 2023, 1:31 AM

প্রতি আসনে গড়ে ১১ প্রার্থী আওয়ামী লীগে

প্রতি আসনে গড়ে ১১ প্রার্থী আওয়ামী লীগে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিনেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যাপক ভিড় দেখা গেছে। গতকাল সকাল ১০টা থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারীরা ভিড় করতে শুরু করেন। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়া হয়। 

বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির কারণে বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রার্থী ও তাদের অনুসারীরা বড় বড় মিছিল নিয়ে আসেন। অনেকেই রঙিন ক্যাপ বা টি-শার্ট পরে আসেন। অনেকে আবার লাউডস্পিকারে ‘জিতবে আবার নৌকা’ গান বাজিয়ে আসেন কেন্দ্রীয় অফিসে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এতে গড়ে প্রতি আসনে নৌকার প্রার্থী হচ্ছেন ১১ জন। 

গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, শনিবার (১৮ই নভেম্বর) থেকে মঙ্গলবার (২১শে নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ হাজার ২৪১ জন আর অনলাইনে ১২১ জন নিয়েছেন।

মোট ৩ হাজার ৩৬২ জন ফরম সংগ্রহ করেছেন। বিপ্লব বড়ুয়া আরও জানান, চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগে ১৭২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। 
দলীয় সূত্র জানায়, শনিবার এক হাজার ৭৪টি,  রোববার এক হাজার ২১২টি, সোমবার ৭৩৩টি এবং মঙ্গলবার ৩৪৫টি ফরম বিক্রি করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির জন্য আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা। এবার ২০১৮ সালের তুলনায় কম ফরম বিক্রি হয়েছে। তবে আয় হয়েছে বেশি। ২০১৮ সালে আওয়ামী লীগের চার হাজার ১০০টি ফরম বিক্রি করে ১২ কোটি ৩২ লাখ টাকা আয় করেছিল। আগের চেয়ে ফরমের দাম বৃদ্ধি পাওয়ার জন্য এবার আয় বেড়েছে। ২০১৮ সালে ফরমের দাম ছিল ত্রিশ হাজার টাকা। এবার ৫০ হাজার টাকা করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ই জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০শে নভেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ১লা থেকে ৪ঠা ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ই ডিসেম্বর, নির্বাচনী প্রচার প্রচারণা ১৮ই ডিসেম্বর থেকে ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status