|
কুড়িগ্রামে গত ২ দিনে ২ মাদক কারবারী সহ ২৩ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে গত ২ দিনে ২ মাদক কারবারী সহ ২৩ জন গ্রেফতার জেলা পুলিশের মিডিয়া সূত্র হতে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ অদ্য ১৭ নভেম্বর রাত্রি আনুমানিক ৩ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন ধনিগাগলা মোজাস্থ বড় বিন্নাবাড়ি এলাকার কুখ্যাত মাদক কারবারি মোশারফ হোসেনের বসতবাড়ি থেকে ৬.৮ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। অপরদিকে উলিপুর থানা পুলিশ ১৬ নভেম্বর গভীর রাতে উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের তবকপুর সরদারপাড়া গ্রাম থেকে নাওডাঙ্গা গ্রামের ছালাম উদ্দিন নামের আরও ১ জন কুখ্যাত মাদক কারবারি'কে ০১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল ১৬ নভেম্বর ভোর রাত পর্যন্ত জেলার বিভিন্ন থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আরও ২১ জন আসামী'কে গ্রেফতার করে। এদের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (কুড়িগ্রাম-০২, নাগেশ্বরী-০১, ফুলবাড়ী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৫ জন (নাগেশ্বরী-০৩, ফুলবাড়ী-০২), পূর্বের মামলায় ৬ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর -০৪, ফুলবাড়ী-০১), ৩৪ ধারায় ০১ জন (কুড়িগ্রাম), জিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (ফুলবাড়ী-০১, ভূরুঙ্গামারী-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (রাজারহাট) সহ গত ২ দিনে মোট ২৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে, তিনি আরও বলেন,নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
