খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত রোববার ২৭ আগস্ট, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী । বিশেষ অতিথি ছিলেন পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ সেলিমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ তার পরিবারের যে সকল সদস্য শাহাদত বরণ করেন তাঁদের এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বলেন সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনাদের নিরলতাভাবে কাজ করতে হবে। আমাদের সবাই প্রচেষ্টায় বাহিনীর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন দেশ সেবার আদর্শকে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় ঊদ্ধুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জেলা কমান্ড্যান্ট আব্দুল্লা আল মামুন, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |