ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
পর্দা নামলো এনবিএমইজিএফ উদ্যক্তা মেলার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 August, 2023, 7:23 PM

পর্দা নামলো এনবিএমইজিএফ উদ্যক্তা মেলার

পর্দা নামলো এনবিএমইজিএফ উদ্যক্তা মেলার

অনলাইন উদ্যক্তা তৈরির প্লাটফর্ম এনবিএমইজিএফের উদ্যগে আয়জিত মেলা শেষ হল। সারাদেশের ৬৪ জেলার খাবার ও বিখ্যাত সব পন্য নিয়ে প্রতি বছর ২ বার আয়োজন করা হবে  এনবিএমইজিএফ "উদ্যক্তা মেলা'। এই ঘোষণার মধ্য দিয়ে ২৬ আগস্ট শনিবার রাজধানীর ধানমনডির সেলিব্রিটি কনভেনশান হলে পর্দা নামলো প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী মেলার। জমজমাট বেচা বিক্রি আর উদ্যক্তাদের পদচারনায় মুখরিত ছিলো মেলা প্রাঙ্গন।    

মেলার প্রথম দিন বৃহস্পতিবার ২৪ আগস্ট  উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এসময় প্রতিমন্ত্রী মেলার সব স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন জেলা থেকে আগত উদ্যক্তাদের সঙ্গে কথা বলেন। 

দ্বিতীয় দিন মেলায় উপস্থিত হন, সাটার্টাপ  বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।  এসময় তিনি উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রান্তিক উদ্যোক্তারা এই উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

শেষ দিনে মেলায় উপস্থিত ছিলেন দেশের তথ্য প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।  ক্রেতা দর্শনার্থীদের কেউ কেনেন তার জেলার ঐতিহ্যবাহী পন্য কেউবা স্বাদ নেন  দেখেন মজার খাবারটি। 

মেলার আয়োজক ও এনবিএমইজিএফের প্রেসিডেন্ট ইকবাল বাহার জানান,  আমরা আরও একটা রেকর্ড গড়েছি - এতো গুলো জেলাকে নিয়ে বা জেলা ব্রান্ডিং নিয়ে এটাই বাংলাদেশে প্রথম মেলা ।  এবারের মেলায় ৩ দিনে ৪০ লাখ টাকার পন্য বিক্রি হয়েছে। তিনি বলেন, মূলত জেলা ব্র্যান্ডিং করা ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় আমাদের উদ্যোক্তাদের যেই পরিমাণ পরিচিতি ও ব্র্যান্ডিং হয়েছে, তা কল্পনাতীত। এই মেলার ব্র্যান্ডিং থেকেই উদ্যোক্তারা আরও অনেক পাবেন, পাবেন রিপিট কাস্টমারও।

নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটি দেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status