ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এথিক্যাল হ্যাকিং ও পেনিট্রেটিং টেস্টিং শর্ট কোর্স উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 August, 2023, 9:45 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এথিক্যাল হ্যাকিং ও পেনিট্রেটিং টেস্টিং শর্ট কোর্স উদ্বোধন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এথিক্যাল হ্যাকিং ও পেনিট্রেটিং টেস্টিং শর্ট কোর্স উদ্বোধন

সাইবার সিকিউরিটিতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) গত ১৮ আগস্ট,  “এথিক্যাল হ্যাকিং” এবং   “পেনিট্রেটিং টেস্টিং” শীর্ষক দুটি শর্ট কোর্সের উদ্বোধন করা হয়েছে । সাইবার নিরাপত্তা ক্ষেত্রে উন্নত জ্ঞান এবং হাতে-কলমে অভিজ্ঞতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি সেন্টারের আয়োজনে সার্টিফিকেট কোর্স দুটির আয়োজন করা হয়।  

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অত্যাধুনিক সাইবার সিকিউরিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ড. লুৎফর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ সাজ্জাদুর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক  এবং সাইবার নিরাপত্তা সেন্টারের পরিচালক মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী বিভাগীয় প্রধান ড. ফজলে এলাহী ও কোর্স কো-অর্ডিনেটর আফসানা বেগম। 

এথিক্যাল হ্যাকিং এর সার্টিফিকেট কোর্স হল ৪০-ঘন্টাা একটি নিবিঢ় প্রোগ্রাম যা অংশগ্রহণকারীদের কম্পিউটার সিস্টেম এবং নেটওয়ার্কের মধ্যে দুর্বলতা সনাক্ত করতে নৈতিক হ্যাকারদের দ্বারা ব্যবহৃত কৌশল এবং কৌশলগুলিতে নিমজ্জিত করবে। এছাড়াও, সার্টিফিকেট কোর্স অন অ্যাডভান্সড পেনিট্রেটিং টেস্টিং, একটি বিস্তৃত ৫২-ঘণ্টার প্রোগ্রাম, অনুপ্রবেশ পরীক্ষার ক্ষেত্রে আরও গভীরে প্রবেশ করবে, যা অংশগ্রহণকারীদের বাস্তব-বিশ্বের সাইবার আক্রমণ অনুকরণ করতে এবং তাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে শক্তিশালী করতে সক্ষম করবে। কোর্সগুলি প্রতি শুক্রবার চালানোর জন্য নির্ধারিত হয়। কর্মরত পেশাদার এবং ছাত্রদের জন্য এই মূল্যবান শিক্ষার সুযোগগুলি অনুসরণ করার জন্য নমনীয়তা প্রদান করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status