ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে ছাত্রী নিখোঁজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 August, 2023, 1:54 AM

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে ছাত্রী নিখোঁজ

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে ছাত্রী নিখোঁজ

মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে সানজিদা আলম সুমাইয়া (১৮) নামে পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে পরীক্ষাকেন্দ্র শহরের সরকারি হরগঙ্গা কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার।

নিখোঁজ সুমাইয়ার মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তিনি শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মৃত শাহ আলমের মেয়ে।

নিখোঁজ সুমাইয়ার চাচাতো বোন মাহজাবিন বলেন, সকালে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র কাছাকাছি হওয়ায় তার সঙ্গে কেউ যায়নি। তার আরেক বোনের কেন্দ্র অনেক দূরে হওয়ায় তাকে নিয়ে স্বজনরা গিয়েছিল। পরীক্ষা হলে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকেই নিখোঁজ সুমাইয়া। দুপুরে সবাই পরীক্ষা দিয়ে বাসায় ফিরলেও সে আসেনি। আমাদের সবাই খুঁজেও পাইনি। সহপাঠীদের কাছে জানতে পারি সে পরীক্ষায় অংশ নেয়নি।

তিনি আরও বলেন, পরে একবার আমাদের ফোনে একটি মেসেজ আসে। মেসেজে সে জানায়, তাকে তিনজন নারী ঢাকা সদরঘাটের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এরপর যোগাযোগের চেষ্টা করেও তাকে পাইনি। আমাদের ধারণা, সুমাইয়া অপহরণ হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status