মাঠে ফিরতে যে লড়াই চালাচ্ছেন তামিম
নতুন সময় ডেস্ক
|
![]() মাঠে ফিরতে যে লড়াই চালাচ্ছেন তামিম জানা গেছে, তামিমের কোমরের ডিস্কে চোট ধরা পড়েছে। এরপর লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও শেষ ফিরেন চট্টগ্রামের এই ক্রিকেটার। দেশে ফিরেই ওয়ানডে অধিনায়কের গুরুদায়িত্ব থেকে নিজেকে হটিয়ে নেন তামিম। এমনকি আসন্ন এশিয়া কাপেও অভিজ্ঞ এই ক্রিকেটারের থাকা হচ্ছে না। তবে কিছুদিন বিশ্রামের পর এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তামিম। গেল কয়েক দিন ধরেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে ফেরার লড়াইয়ে ব্যস্ত রয়েছেন তামিম। মূলত ফিটনেস ঠিক রাখার জন্যই কঠোরভাবে অনুশীলন করছেন দেশের অন্যতম সেরা এই ওপেনার। বৃহস্পতিবার (১০ আগস্ট) ‘হোম অব ক্রিকেট’ গ্রাউন্ড মিরপুরে ভিন্ন এক কৌশলে তামিমকে ট্রেনিং করতে দেখা গেছে। এদিন কোমরে দড়ি বেঁধে পেছনে ভারী একটি বস্তু নিয়ে মাঠে ট্রেনিং করেন তামিম। এ সময় ফিজিও বাইজিদ ইসলামও তামিমের সঙ্গে ছিলেন। জানা গেছে, নিজের ওজন কমাতেই এই ধরনের ডায়েট করছেন তামিম। সেই অনুযায়ী খাওয়া-দাওয়াও করছেন। তবে কবে নাগাদ ব্যাট হাতে ফিরবেন তিনি, তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী ২০ আগস্টের পর থেকে মিস্টার খানকে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরবেন তিনি।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |