আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিবেন সাকিব, যা বললেন পাপন
নতুন সময় ডেস্ক
|
![]() আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিবেন সাকিব, যা বললেন পাপন দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হিসেবে সাকিবকে পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন পাপন। সেখানে অন্যতম কারণ ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এই বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউ। এবার এই প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান। পাপন বলেন, ‘আসলে ওরকম (নির্বাচনের বিষয়ে) আলোচনা হয়নি। ও দেশে আসলে তারপর বলতে পারব। ওর পরিকল্পনাটাও জানতে হবে আমাদের। কারণ একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। সামনে যে পরিমাণ খেলা আমাদের। কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে আপনাদের বলাটা এখন কঠিন।’ কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন সাকিব। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি জানি না এখন অবধি। এটা গতবারও শুনেছিলাম। এটা পুরোপুরি দুই পক্ষের ব্যাপার। প্রথম হচ্ছে দল কী সিদ্ধান্ত নেবে। আমার জানা মতে এখন আমরা যারা এমপি আছি, আমরাও নিশ্চিত না পাব কিনা। সাকিবেরটা বলবো কীভাবে!’
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |